মৌলভীবাজারে শীর্ষ মাদক ব্যবসায়ী জিতু পুলিশের গুলিতে নিহত

    0
    260

    মৌলভীবাজারঃ মৌলভীবাজারে ডিবি পুলিশের সঙ্গে বন্দুক যুদ্ধে মুজিবুর রহমান জিতু (৪০) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। এঘটনায় তিন ডিবি পুলিশ আহত হয়েছেন। এ সময় ইয়াবাসহ বেশ কিছু দেশীয় অস্র উদ্ধার করেছে পুলিশ।

    আজ শনিবার (২৭ এপ্রিল) দুপুর ১২ টার দিকে মৌলভীবাজার রাজনগর সড়কের রায়শ্রী নামক স্থানে এই  “বন্দুক যুদ্ধে’র ঘটনা ঘটে।

    নিহত মুজিবুর রহমান জিতু শহরের বেরিরচর এলাকার ফরকিছ মিয়ার ছেলে ।

    আহতরা হলেন, এসআই মুবিন উল্লাহ (৪৫),কনস্টেবল কবির আহমদ (৪৪),কনস্টেবল সোহেল মিয়া (৪০)।

    মৌলভীবাজার জেলার সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাসেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান,নিহত জিতু দীর্ঘদিন ধরে মাদকের কারবার করতো। এসংক্রান্ত তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ অভিযান চালালে বন্দুকযুদ্ধে সে ঘটনাস্থলে মারা যায়।
    জানা গেছে, জিতু নিজেকে ছাত্রলীগের নেতা পরিচয় দিয়ে চলতো। মৌলভীবাজারের অসংখ্য তরুণকে মাদকের দিকে টেনে নিয়েছিল জিতু। অসংখ্য যুবক সন্ত্রাসের পথে হাটছিলেন জিতুর হাত ধরে। জিতু খুবই হিংসুক প্রকৃতির লোক ছিল।