বেনাপোল সীমান্তে দেড় কেজি ওজনের ১২ পিছ স্বর্ণের আটক-১

    0
    235

    আমার সিলেট টুয়েন্টি ফোর ডটকম,২৩সেপ্টেম্বর,এম ওসমান, বেনাপোল : বেনাপোলের বড়আঁচড়া সীমান্ত থেকে দেড় কেজি ওজনের ১২ পিছ স্বর্ণের বারসহ আশানুর রহমান (৩০) নামের এক যুবককে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
    শুক্রবার সকাল সাড়ে ১০ সময় বেনাপোলের বড়আঁচড়া সীমান্তের চারা বটতলা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত আশানুর বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের নুর ইসলাম মন্ডলের ছেলে।
    এ বিষয়ে আটক আশানুর তার স্বীকারোক্তিতে জানা যায়, এ স্বর্ণের চালানের প্রকৃত মালিক একই গ্রামের রাজ্জাক। তাকে আড়াই’শ টাকার চুক্তিতে বেনাপোল বাজার থেকে স্বর্ণের বার নিয়ে দৌলতপুর সীমান্তে তার কাছে পৌছে দিতে হবে।
    এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র যশোর ২৬ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর লিয়াকত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল সদর কোম্পানী ক্যাম্পের সদস্যরা বড়আঁচড়া সীমান্তের বটতলা এলাকা থেকে আশানুর রহমান নামের এ যুবককে আটক করে। পরে তার শরীর থেকে (কোমর) কসটেপ জড়ানো  একটি বান্ডিল পাওয়া যায়। সেখান থেকে ১২পিছ স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। যার ওজন দেড় কেজি।