বড়লেখায় শিক্ষকের উপর হামলার প্রতিবাদে প্যারিসে প্রতিবাদ

    0
    227

    আমার সিলেট টুয়েন্টি ফোর ডটকম,০৪অক্টোবর,আবু তাহির,ফ্রান্সদক্ষিণভাগ এন,সি,এম উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের উদ্যোগে দক্ষিণভাগ এন,সি,এম উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইদুল ইসলাম স্যারের উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে “নিন্দা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার প্যারিসের গার্দ নর্দে বিপুল সংখ্যক বড়লেখা উপজেলার প্রবাসী ও ফ্রান্সের বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে বক্তারা বলেন, একজন শিক্ষকের উপর হামলা মানে গোটা শিক্ষক জাতির উপর হামলা, এই অপমান গোটা সমাজের। তাই এ ন্যাক্কারজন ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তুমুলক শান্তি নিশ্চিত করতে হবে।

    সাবেক ছাত্রনেতা আব্দুল্লাহ আল তায়েফ ও জসিম উদ্দিন এর পরিচালনায় কামরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ওয়াহিদ বার তাহের, হুসাইন মাছুম সাবুল, সালেহ আহমদ চৌধুরী, সাংবাদিক এনায়েত হোসেন সোহেল, আলী হোসেন, সাংবাদিক আব্দুল আজিজ সেলিম, আলিম উদ্দিন, ওয়াহিদ উদ্দিন, মুহিব উদ্দিন, বেলাল উদ্দিন, হীরা আহমদ, নুরুল ইসলাম এপলু, জিয়াউর রহমান, ওবায়দুল ইসলাম রুহেল , দেলোয়ার হোসেন, ইকবাল হোসেন আলী, সাইদুল ইসলাম সাঈদ, সরওয়ার আহমদ, ফখরুল ইসলাম, সুয়েদ আহমদ,আব্দুল্লাহ আল রিয়াদ, জাহাঙ্গীর আহমদ খান, মজির উদ্দিন, শাহীন আহমদ, তপু, হাবিবুর রহমান।