ভারতে মুসলিমদের ঘরে ঢুকে নির্দয় নির্যাতন চালায় হিন্দু দুর্বৃত্তরা

    0
    253

    ভারতের হরিয়ানার গুরুগ্রামে হোলি উৎসবের দিন ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বিবাদের জেরে জোরকরে বাসায় ঢুকে এক মুসলিম পরিবারের সদস্যদের লাঠিসোটা, রড, হকি স্টিক ইত্যাদি দিয়ে অত্যন্ত নির্দয়ভাবে মারধর করেছে অজ্ঞাত হিন্দু দুর্বৃত্তরা। এরআগে কমপক্ষে ১৫/২০ জন হামলাকারী পাথর ছুঁড়ে হামলা চালায়।

    আক্রান্ত ওই পরিবারের নারীরা আর্তনাদ করে তাদের প্রতি রহম করার আবেদন জানালেও ওই দুর্বৃত্তরা তাতে কোনো কান দেয়নি। বরং নারীদেরও তারা মারধর করেছে। ওই ঘটনায় পরিবারের আধা ডজনেরও বেশি মানুষ আহত হয়েছেন।

    পুলিশ এ ব্যাপারে তদন্তে নেমে একজনকে গ্রেফতার করেছে। ভিডিও ফুটেজের সাহায্যে অন্যদেরও শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

    গত (বৃহস্পতিবার) বিকেলের চাঞ্চল্যকর ওই ঘটনায় দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পারটি’র (আপ) প্রধান অরবিন্দ কেজরিওয়াল তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন। এ সংক্রান্ত একটি ভিডিও ফুটেজ গণমাধ্যমে ভাইরাল হয়ে উঠেছে।

    মোদিজি ক্ষমতার জন্য হিটলারের পথেই চলছেন: কেজরিওয়াল

    মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ভিডিও শেয়ার করে আজ (শনিবার) বলেছেন, ‘এই ভিডিও দেখুন। আমাদের কোন গ্রন্থে লেখা আছে যে মুসলিমদের মারো? গীতায়? রামায়ণে? হনুমান চালিসায়? এই লোকেরা হিন্দু নয়, এরা গুণ্ডা। এদের দল গুণ্ডাদের বাহিনী। এদের হাত থেকে দেশ ও হিন্দুধর্ম উভয়কে রক্ষা করা প্রত্যেক ভারতবাসীর কর্তব্য।’

    প্রধানমন্ত্রীকে হিটলারের সঙ্গে তুলনা করে কেজরিওয়াল বলেন, ‘হিটলারও ক্ষমতার জন্য এই কাজ করত। হিটলারের গুন্ডারাও লোকেদের পেটাত, তাদের হত্যা করত এবং যাদের হত্যা করা হতো তাদের বিরুদ্ধেই পুলিশ মামলা করত। মোদিজিও ক্ষমতার জন্য সেটাই করাচ্ছেন, হিটলারের পথেই চলছেন।’

    আহতদের তিনজন

    দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মনিশ সিসোদিয়া প্রধানমন্ত্রীর নাম না করে কটাক্ষে বলেছেন, ‘এবার চৌকিদারের কথায় পুলিশ সেইসব লোকেদের আটক করে থানায় নিয়ে আসবে যারা ওই ঘটনার ভিডিও করেছিল। এজন্য অরবিন্দ কেজরিওয়াল বলছেন, যদি ‘চৌকিদার’ পুনরায় জয়ী হয় তাহলে প্রত্যেক বাড়িতে এমন হবে।’

    হরিয়ানা প্রদেশে কংগ্রেসের সভাপতি অশোক তানোয়ার বলেছেন, ‘প্রকাশ্যে দিবালোকে গুরুগ্রামের ওই ঘটনায় হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টারের অযোগ্যতার ছবি স্পষ্ট হয়েছে। আইনের কোনও ভয় নেই ওদের? লোকেরা মরছে অন্যদিকে, নরেন্দ্র মোদিজি চৌকিদারিতে ব্যস্ত।’

    উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবও ওই ঘটনার নিন্দা করেছেন।পার্সটুডে