ভূমিকম্পে কেঁপে উঠলো বৃহত্তর সিলেট ও রাজধানীসহ সারাদেশ

0
123

আফজাল হোসেন রুমেলঃ আজ ১৬ জুন শুক্রবার সকাল ১০টা ৪৬ মিনিটে রাজধানীসহ সারা দেশে ভূমিকম্প অনুভুত হয়েছে। এর মাত্রা ছিল ৪.৬। ভূমিকম্পটি প্রায় ১৫ সেকেন্ড ধরে অনুভুত হয়।
জানা গেছে ভূমিকম্পের উৎপত্তিস্থল সিলেট জেলার গোলাপগঞ্জে। তবে এই ভূমিকম্পে এখন পর্যন্ত হতাহত বা ভূমিধসের কোন খবর পাওয়া যায়নি।

অপরদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫। এর উৎপত্তিস্থল সিলেট থেকে ২৩ কিলোমিটার দূরে বাংলাদেশ-ভারত সীমান্তে, যার গভীরতা ছিল ১০ কিলোমিটার।

এর আগে চলতি বছরের ণত ৫ মে (শুক্রবার) ভোরে ভূকম্পন অনুভূত হয় ঢাকায়। রিখটার স্কেলে ৪ দশমিক ৩ মাত্রার ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা শহর থেকে ৩০ কিলোমিটার দক্ষিণ পূর্বে দোহারে এলাকায়।