‘মাটি ও পানি:জীবনের উৎস’ এ প্রতিপাদ্যের আলোকে নড়াইলে বিশ্ব মৃত্তিকা দিবস পালিত

0
144

সুজয় বকসী,নড়াইল প্রতিনিধি: “মাটি ও পানি: জীবনের উৎস” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে নড়াইলে “বিশ্ব মৃত্তিকা দিবস-২০২৩ পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে মঙ্গলবার (৫ ডিসেম্বর) জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারন অধিদপ্তর নড়াইল এর আয়োজনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে জেলা জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র‌্যালী শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়।
পরে নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসের তাৎপর্যের উপর আলোচনা সভা অনুষ্টিত হয়।
অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহম্মদ আশফকুল হক চৌধুরী।

কৃষি সম্প্রসারন অধিদপ্তর, নড়াইল এর উপ-পরিচালক দিপক কুমার রায় এর সভাপতিত্বে সভায়, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনিষ্টিটিউট যশোর এর বেজ্ঞানিক কর্মকর্তা অমিত কুমার মন্ডল,জেলা মৎস্য কর্মকর্তা সিদ্দিকুর রহমান, কৃষি সম্প্রসারন অধিদপ্তর, নড়াইল এর কর্মকর্তা সৌরভ দেবনাথ, নড়াইল চেম্বার অব কমার্সের সভাপতি মোঃ হাসানুজ্জামান, নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডঃ আলমগীর সিদ্দিকী,সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, কৃষকসহ সংশ্লিষ্ট বিভাগ এর কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।