মা-বাবার পাশে চির নিদ্রায় শায়িত হলেন সাবেক মন্ত্রী মোস্তফা শহীদ

    0
    208

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৭ফেব্রুয়ারী,চুনারুঘাট প্রতিনিধিঃ মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ২১শে পদকপ্রাপ্ত ও সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী চুনারুঘাট-মাধবপুর থেকে ৬ বারের নির্বাচিত সংসদ সদস্য এনামুল হক মোস্তফা শহীদকে শ্রদ্ধা আর ভালবাসায় শেষ বিদায় জানানো হয়েছে।শুক্রবার হবিগঞ্জ, মাধবপুর, চুনারুঘাট ও তার পিতৃভূমি কুটিরগাঁও গ্রামে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তারা বাবা-মার পাশে দাফন করা হয়।

    এর আগে বৃহস্পতিবার বিকেলে ঢাকায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তার প্রথম জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় হেলিকপ্টার যোগে এনামুল হক মোস্তফা শহীদের লাশ আসে হবিগঞ্জে। স্থানীয় নিউফিল্ড থেকে লাশটি নিয়ে আসা হয় হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগায়ে। প্রথমে গার্ড অব অনার প্রদান করে পুলিশের একটি দল। এর পর জেলা প্রশাসক সাবিনা আলমের নেতৃত্বে জেলা প্রশাসন, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্রর নেতৃত্বে জেলা পুলিশ, মুক্তিযুদ্ধা সংসদ, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ, মৌলভীবাজার জেলা আওয়ামীলীগ, সিলেট জেলা আওয়ামীলীগ, হবিগঞ্জ পৌর আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।

    ১১টায় কেন্দ্রীয় ইদগাহে জানাজার নামাজে ইমামতি করেন কেন্দ্রীয় ইদগাহের খতিব মাওলানা গোলাম মোস্তফা নবী নগরী। জানাজায় সাবেক চিপ হুইফ ও মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ আব্দুশ শহীদ এমপি, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আবু জাহির এমপি, সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মজিদ খান এমপি, চুনারুঘাট মাধবপুরের এমপি এডভোকেট মাহবুব আলী, অ্যাডভোকেট আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া এমপি, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক আজিজুর রহমান সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    এরপর মরহুমের পুরাতন হাসপাতাল সড়কের বাসভবনে লাশ নেওয়া হয়। এদিকে হবিগঞ্জ থেকে লাশ মাধবপুরে নেওয়া হয়। সেখানে বাদ জুম্মা তৃতীয় জানাযা নামাজ শেষে বিকেল ৪টায় চুনারুঘাট উপজেলায় জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। এরপর তার নিজবাড়ি কুটিরগাওয়ে শেষ জানাযা অনুষ্ঠত হয়। এতে কেন্দ্রীয় আওয়ামীলীগের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আবু জাহির এমপি, সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মজিদ খান এমপি, এডভোকটে মাহবুবু আলী এমপি, আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীসহদলয়ী নেতাকর্মীরা। জানাজা শেষে তাকে বাসার সামনে গার্ড অব অনার প্রদান করা হয়। শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

    উল্লেখ্য, গত বৃহস্পতিবার বেলা ১২.৩০ মিনিটে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ইন্তেকাল করেন সাবেক মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ।