মৌলভীবাজারে ২টি চুরির সিএনজি পাচার কালে পুলিশের কাছে আটক-১

0
251

আমার সিলেট রিপোর্ট: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ২টি সিএনজিচালিত অটোরিকশা পাচারের কালে পুলিশের কাছে ধরা পড়ে এ সময় চুরিকৃত সিএনজি উদ্ধারসহ রবিউল (২৩) নামের
এক চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (১৫ অক্টোবর) ভোররাত ৪টার দিকে উপজেলার ভাটেরা ইউনিয়নের
পুলিশ চেকপোস্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয় ।
এ সময় অপর চোর পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃত রবিউল হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার রুস্তমপুর গ্রামের জুনাব আলীর ছেলে বলে জানা যায়।
পুলিশের সূত্রে আরও জানা গেছে, রবিবার দিবাগত রাতে উপজেলার ভাটেরা ইউনিয়নের পুলিশ চেকপোস্টে ডিউটি করছিলেন থানার এএসআই মো. বিল্লাল হোসেনসহ একটি পুলিশের টিম। ভোররাত (১৬ অক্টোবর) ৪টার দিকে ভাটেরা হয়ে ফেঞ্চুগঞ্জ উপজেলায় দুইটি সিএনজি প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাদেরকে সিগন্যাল দেয়।
এ সময় একটি সিএনজি দাড়ালেও অন্যটি রেখে আরেক চোর পালিয়ে যায়। পরে রবিউল পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করে- ভূকশিমইল ইউনিয়ন এলাকা থেকে ওই দুইটি সিএনজি তারা চুরি করে পালাচ্ছিলো।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুছ ছালেক দুলাল বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পলাতক চোরকেও গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।আজ সোমবার সকালে গ্রেপ্তারকৃত চোর রবিউলকে আদালতে প্রেরণ করলে বিজ্ঞ আদালত তাকে কারাগারে প্রেরণ করেন।