রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার মামলায় নির্বাচনে দায়িত্বে অবহেলায় গ্রেপ্তার-২

0
36
রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার মামলায় নির্বাচনে দায়িত্বে অবহেলায় গ্রেপ্তার-২

আমার সিলেট রিপোর্ট: সদ্য অনুষ্ঠিত মৌলভীবাজারের রাজনগরে উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্বে অবহেলার অভিযোগে উপজেলার পঞ্চানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আকাশ দাস ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তা মো. জাকির হোসেনকে গ্রেপ্তার করে বুধবার তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।

রাজনগর উপজেলার পঞ্চানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্রে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে প্রিসাইডিং কর্মকর্তাসহ চারজনের বিরুদ্ধে বুধবার ২২ মে মামলা করেছেন রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সুপ্রভাত চাকমা। গত মঙ্গলবার ২১ মে ছিল রাজনগর উপজেলা পরিষদের নির্বাচন।

মামলায় অভিযোগ করা হয়েছে, কর্মকর্তারা বেআইনিভাবে বহিরাগত ব্যক্তিদের অবৈধভাবে ভোটদানে সহযোগিতা, দায়িত্ব পালনে অবহেলা ও নির্বাচনে অন্যায় প্রভাব প্রয়োগ করার অপরাধ করেছেন।

পুলিশ ও স্থানীয়ভাবে জানা গেছে, পঞ্চানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে মঙ্গলবার বেলা দুইটা থেকে আড়াইটার মধ্যে কিছু লোক ব্যালট পেপারে সিল মেরেছে এবং তা বিভিন্ন মিডিয়ায় প্রচার হয়েছে।