রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পবিত্র কুরআন অবমাননার নিন্দা ও প্রতিবাদে শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাব

0
165

আমার সিলেট ডেস্ক রিপোর্ট,শ্রীমঙ্গল: শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম অনলাইন পোর্টালের প্রধান সম্পাদক আনিসুল ইসলাম আশরাফী সংগঠনের পক্ষ থেকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পবিত্র কোরান অবমাননার প্রতি নিন্দা, ঘৃনা ও প্রতিবাদ প্রকাশ করেছেন।

তিনি এক লিখিত বিবৃতিতে বলেন,আন্তর্জাতিক অনলাইন ভিত্তিক বিভিন্ন সংবাদ মাধ্যমের বরাতে জানা যায়,সম্প্রতি সুইডেনে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় তথাকথিত মানবাধিকার ও বাকস্বাধীনতার নামে ইসলাম ধর্মের পবিত্র গ্রন্থের প্রতি যে অবমাননা করা হয়েছে তা সভ্য সমাজের জন্য জলজ্যান্ত, গভীর ষড়যন্ত্র ও উদ্দেশ্য প্রণোদিত হুমকি! আমরা এর তীব্র নিন্দা ও ঘৃণা প্রকাশ করছি।

বাক স্বাধীনতার নামে এরকম উগ্র ও নিম্নমানের পশু সুলভ আচরণ বিশ্বমানবতার জন্য সুখকর নয়। প্রতিটি মানুষের যেমন নিজের স্বাধীনতা রয়েছে তার ধর্মীয় আচার-আচরণ পালনের ঠিক তেমনি অন্যের প্রতি বিদ্রুপ আচরণ, ধর্মীয় অনুভুতিতে আঘাত, বাক স্বাধীনতার নামে মানব সম্প্রদায়ের প্রতি ঘৃণা প্রদর্শন,তথাকথিত বাক স্বাধীনতার-ই অপব্যবহার। আমরা এর তীব্র নিন্দা, ঘৃণা ও প্রতিবাদ জানাচ্ছি এবং এ রকম নিম্নমানের কর্ম থেকে বিশ্বের সকল জনগোষ্ঠীকে সচেতন থাকার অনুরোধ করছি।
একই সাথে ধর্মভিত্তিক সম্প্রদায় গুলো, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের প্রতি অনুরোধ করবো, আপনারা যে যেখানে রয়েছেন নিজ নিজ ধর্মীয় আদর্শ দিয়ে এর মোকাবেলা করবেন কখনো এদের পাতানো কোন ফাঁদে পা দিবেন না।
করোনা মহামারী শেষে পৃথিবীব্যাপী অর্থনীতি সহ বিভিন্ন সেক্টরে যে অস্থিরতা তৈরি হয়েছে এ নাজুক অবস্থায় আন্তর্জাতিক ভাবে একটি মতলববাজ মহল,গোষ্ঠীগত স্বার্থসিদ্ধির কৌশল অবলম্বন হিসাবে ধর্মীয় ও আন্ত:রাষ্ট্রীয় দাঙ্গা হাঙ্গামা সৃষ্টিতে তৎপর। এরকম পরিস্থিতিতে অত্যন্ত বিচক্ষণতার সাথে এর মোকাবেলা করতে হবে। অধৈর্য,অসহিষ্ণু মনোভাব পরিহার করে নিজ নিজ ধর্মীয় ও রাষ্ট্রীয় সম্মান প্রতিষ্ঠায়, দেশে-বিদেশে সতর্ক থাকার জন্য শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে সকলকে অনুরোধ করা হচ্ছে। প্রেস বিজ্ঞপ্তি