শ্রীমঙ্গলের রোভার সেঁজুতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সফলতার সাথে ভর্তি হলো

0
124

কাওছার ইকবাল: ঢাকা বিশ্ববিদ্যালয়ে সফলতার সাথে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে শ্রীমঙ্গল সরকারি কলেজের সেঁজুতি দেবী।

শ্রীমঙ্গল সরকারি কলেজের গার্ল ইন রোভার সেঁজুতি দেবী শুচি এবার (শিক্ষাবর্ষ-২০২৩-২০২৪) ঢাকা বিশ্ববিদ্যালয়ে সফলতার সাথে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে। সে মানবিক বিভাগ থেকে ২০২১ সালে SSC এবং ২০২৩ সালে HSC উভয় পরীক্ষায় GPA-5 পেয়ে উত্তীর্ণ হয়।

এ ছাড়াও সে PSC ও JSC উভয় বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করে। SSC ও HSC তে ভালো ফলাফলের জন্য সিলেট শিক্ষা বোর্ড থেকে বৃত্তি লাভ করে। সে গার্ল-ইন রোভার ইউনিটের সদস্য। সেঁজুতি জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ এ জাতীয় পর্যায়ে রবীন্দ্র সংগীতে ১ম স্থান এবং বাংলাদেশ স্কাউটস এর স্পেসাল ইভেন্টস কর্তৃক আয়োজিত সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা-২০২৩ এ জাতীয় পর্যায়ে সঙ্গীতে (রবীন্দ্র সংগীত) ১ম স্থান অর্জন করেছিল।