শ্রীমঙ্গলে অব্যাহত রয়েছে র‍্যাবের নিয়মিত চেকিং অভিযান

    0
    222

    সাদিক আহমেদ,নিজস্ব প্রতিনিধি:করোনা ভাইরাসের সংক্রমণ ও বিস্তার রোধে শ্রীমঙ্গলে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

    আজ (শনিবার) শ্রীমঙ্গলের প্রত্যেকটি সড়কে জনসাধারণের মধ্যে সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য চেকপোস্ট স্থাপন করে চেকিং অভিযান চালায় র্যাব-৯।

    অভিযানের নেতৃত্ব দেন শ্রীমঙ্গল র্যাব ক্যাম্পের কমান্ডার এএসপি শামীম অনোয়ার।

    এসময় সরজমিনে দেখা যায়, শহর মুখী ও শহর ত্যাগ করা প্রত্যেকটি যানবাহন, মোটরসাইকেল,টমটম, অটোরিকশা, বাইসাইকেল চেকিং করে র্যাবের সদস্যরা।

    প্রত্যেকটি যানবাহনকে উপযুক্ত কারণ দর্শাতে হচ্ছে র্যাবের সদস্যদের কাছে।এসময় র্যাবের সদস্যরা প্রত্যেকটি যানবাহনের কাগজপত্র চেক করেন।

    তবে কোনরকম বাধা বিপত্তি ছাড়াই ছেড়ে দেয়া হয় জরুরি খাদ্য,সার,ঔষদ, প্রেসকর্মিদের গাড়ী।

    এসময় শ্রীমঙ্গল র্যাব কমান্ডার শামীম আনোয়ার আমার সিলেটকে জানান,”করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসার আগ পর্যন্ত তাদের এই অভিযান অব্যাহত থাকবে”।
    তিনি সবাইকে ঘরে থাকতে এবং সামাজিক দূরত্ব মেনে চলার জন্য অনুরোধ করেন।