শ্রীমঙ্গলে গারো সম্প্রদায়ের মধ্যে ত্রান সহায়তা বিতরণ   

    0
    228
    সোলেমান আহমেদ মানিক,শ্রীমঙ্গল প্রতিনিধিঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সোনাছড়া চা- বাগানের ক্ষুদ্র নৃগোষ্ঠী গারোদের ঘরে ঘরে ত্রান সহায়তা পৌঁছে দিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নজরুল ইসলাম।
    রবিবার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার কালীঘাট ইউনিয়নের সোনাছড়া চা বাগানের গারো লাইনসহ বিভিন্ন এলাকায় এসব ত্রান বিতরণ করা হয়।
    শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মোঃ নজরুল ইসলাম কালীঘাট ইউপি চেয়ারম্যান প্রানেশ গোয়ালার উপস্থিতিতে গারো সম্প্রদায়ের  পরিবারের মধ্যে এসব ত্রান বিতরণ করেন।
    ক্ষুদ্র নৃগোষ্ঠী গারোদের ঘরে ঘরে ত্রান সহায়তা পৌঁছে দিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নজরুল ইসলাম।

    কালীঘাট ইউপি চেয়ারম্যান প্রানেশ গোয়ালা জানান, স্টার সানডে উপলক্ষে ইউনিয়নের বিভিন্ন এলাকায় ১৩২টি খ্রিষ্টান পরিবারের বাইরেও অন্যান্ন দরিদ্র ও কর্মহীন পরিবারে সরকারি ত্রান সহায়তার পাশাপাশি তার ব্যক্তিগত তহবিল হতে এসব ত্রানসামগ্রী বিতরণ করা হয়। ত্রানসামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারের জন্য চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল, লবন ও সাবান বিতরণ করা হয়।

    ত্রান বিতরণকালে দেশে চলমান করোনা ভাইরাস পরিস্থিতি বিষয়ে গ্রামবাসীকে সচেতন হওয়ার জন্য বিভিন্ন পরামর্শ ও দিক-নির্দেশনা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার।