শ্রীমঙ্গলে বিএনপির নিষ্ক্রিয় কমিটি বিলুপ্ত করে ১৯ সদস্য বিশিষ্ট সংশোধিত আহবায়ক কমিটির ঘোষণা

0
249

“সংশোধিত নতুন কমিটিতে মীর এম এ সালাম আহবায়ক ও নজরুল ইসলাম সদস্য সচিব”

আমার সিলেট রিপোর্ট,শ্রীমঙ্গল: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মৌলভীবাজার জেলা শাখার দপ্তরের দায়িত্ব প্রাপ্ত ফখরুল ইসলাম ১ম যুগ্ম সাধারণ সম্পাদক কর্তৃক ৬ জুলাই, ২০২৩ইং ইং তারিখে দলীয় প্যাডে লিখিত প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায় যে,মৌলভীবাজার জেলা বিএনপি কর্তৃক বিগত ২০২০ সালে হাজী মোঃ মুজিবুর রহমান চৌধুরী, সদস্য, বিএনপি কেন্দ্রীয় কমিটি ও সদস্য, জেলা বিএনপি এর সুপারিশে শ্রীমঙ্গল পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল দীর্ঘ প্রায় সাড়ে ৩ বৎসরেও উক্ত কমিটি একটি সভা পর্যন্ত করতে পারে নাই! কারন কমিটির ২১ জন সদস্যের, আহবায়কসহ ১৬ জনই পূর্বে দলীয় কোন পদে ছিলেন না। তাই উক্ত মেয়াদউত্তীর্ণ ও নিষ্ক্রিয় আহয়বায়ক কমিটি বিলুপ্ত করে দলের ও অঙ্গ-সংগঠনের সাবেক নেতৃবৃন্দের সাথে আলোচনা করে ১৯ সদস্য বিশিষ্ট নিম্নোক্ত নতুন সংশোধিত আহবায়ক কমিটি গঠন করেছে।

ঘোষিত কমিটি নিম্নরূপ: আহবায়ক মীর এম এ সালাম যুগ্ম আহবায়ক আলকাস মিয়া,সদস্য সচিব মোঃ নজরুল ইসলাম।
সদস্য: মহসিন মিয়া মধু,মিরাশদার মিলাদ হোসেন,মোঃ শামিম আহমদ,মোছাব্বির আলী মুন্না,নজরুল ইসলাম জাহান,রুবেল আহমেদ,
মোঃ আব্দুস শহিদ,আব্দুল জব্বার আজাদ,টিটু দাস,সাইফুল ইসলাম টমাস,মোঃ মোবারক হোসেন,মকবুল মিয়া,মইনুল ইসলাম চৌধুরী,মোঃ নুহেল,শেলী খান,শিরিন আখতার। সর্ব ঠিকানা শ্রীমঙ্গল পৌর এলাকা।

উল্লেখ্য,প্রেস বিজ্ঞপ্তিতে আগামী ১৫ই আগস্ট এর মধ্যে একটি পরিপূর্ণ কমিটি গঠনের জন্য নির্দেশ করা হয়েছে।