শ্রীমঙ্গল কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও পতাকা উত্তোলন

    0
    400

    নিজস্ব প্রতিনিধি:  দেশব্যাপী যথাযোগ্য মর্যাদায় আজ বুধবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস পালিত হচ্ছে। এ উপলক্ষে সূর্যোদয় থেকে শুরু হওয়া অনুষ্ঠানে শ্রীমঙ্গল কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
    জাতীয় পতাকা উত্তোলনে অংশগ্রহণ করেন শ্রীমঙ্গল পৌর মেয়র মহসিন মিয়া মধু, কাউন্সিলর মীর এম এ সালাম প্যানেল (মেয়র ২), কাউন্সিলর আব্দুল করিম (প্যানেল মেয়র ১)সহ বিভিন্ন স্কুল কলেজ, স্কাউট সদস্য ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও বিভিন্ন মিডিয়ার নেতৃবৃন্দ। এ সময় জাতীয় সংগীত পরিবেশন করেন শ্রীমঙ্গল পৌরসভা কিশোরী ক্লাব এর সদস্যবৃন্দ।

    এর আগে উপজেলা পরিষদেের পক্ষ থেকে  পুষ্পস্তবক অর্পণসহ বিজয় দিবসের দিনব্যাপী কর্মসূচির সূচনা করেন।

    উল্লেখ্য, ১৯৭১ সালের এই দিনে পাক বাহিনী ও তাদের দোসরদেরকে পরাস্ত করে এদেশের দামাল বীর মুক্তিযোদ্ধা ও স্বাধীনতাকামী চেতনাবাহীদের প্রত্যক্ষ ও পরোক্ষ অংশগ্রহণে অর্জিত লাল সবুজ খচিত পতাকা বাংলার জমিনে প্রতিষ্ঠা লাভ করে।