ষাঁড়ের লড়াই নিয়ে সংঘর্ষে স্কুলছাত্র নিহত,আহত-৪

    0
    191

    আমার সিলেট টুয়েন্টি ফোর ডটকম,১০মে,নিজস্ব প্রতিবেদকঃ  জেলার নবীগঞ্জ উপজেলার পল্লীতে ষাঁড়ের লড়াইকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় সুজাত মিয়া (১৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে একই পরিবারের চারজন।
    বুধবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ফয়জুল্লাহ স্থানীয় বিবিয়ানা বাজারে এ ঘটনা ঘটে।
    নিহত সুজাত বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ও একই এলাকার অফর মিয়ার ছেলে। আহতদের নবীগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
    এদিকে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ তিনজনকে আটক করেছে।
    স্থানীয়রা জানান, গত সোমবার এলাকার আব্দুল খালেকের ছেলে একটি জমিতে ফয়জুল্লাহর বেঁধে রাখা ষাঁড়ের সঙ্গে আরেকটি ষাঁড় নিয়ে লড়াই শুরু করে।
    এ খবর পেয়ে ষাঁড়ের মালিক ফয়জুল্লাহর লোকজন ওই ছেলেটিকে বাধা দেয়। এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে সামান্য মারাপিটও হয়।
    এ নিয়ে বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ফয়জুল্লাহ স্থানীয় বিবিয়ানা বাজারে যাওয়ার পথে আব্দুল খালেকের লোকজন ওঁৎ পেতে তার ওপর হামলা করে। এ খবর পেয়ে ফয়জুল্লাহ স্বজনরা এগিয়ে এসে তাদের ওপরও অতর্কিত আক্রমণ করেন।
    এতে ছাত্র সুজাত মিয়াসহ কয়েকজন আহত হয়। তাদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সুজাত মিয়াকে মৃত ঘোষণা করেন।
    এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি এস এম আতাউর রহমান বলেন, এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে আটক করা হয়েছে।