সঙ্গতিপূর্ণ ন্যায্য মজুরি ঘোষণার দাবি স’মিল শ্রমিক সংঘের

    0
    200

    আমারসিলেট24ডটকম,৩১মে,রজত বিশ্বাসঃ স’মিল শিল্প সেক্টরে সরকার গঠিত নিম্নতম মজুরি বোর্ডের মাধ্যমে অবিলম্বে বর্তমান বাজারদরের সাথে সঙ্গতিপূর্ণ ন্যায্য মজুরি ঘোষণা, কর্মক্ষেত্রে নিরাপত্তা, ৮ ঘন্টা কর্মদিবসসহ শ্রম আইন বাস্তবায়ন ও শ্রীমঙ্গলে শ্রম আদালত প্রতিষ্ঠার দাবিতে ৩১ মে শুক্রবার বিকাল ৩ টার স’মিল শ্রমিক সংঘ বড়লেখা উপজেলা শাখার যৌথ উদ্যোগে এক শ্রমিক সমাবেশ অনুষ্টিত হয়। বড়লেখা পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে সভাপতিত্ব করেন স’মিল শ্রমিক সংঘ শ্রীমঙ্গল উপজেলা শাখার অন্যতম নেতা মোঃ মঈন মিয়া। সভায় প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন স’মিল শ্রমিক সংঘ সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক রুহুল আমিন, বিশেষ

    অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক রজত বিশ্বাস, মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্টঃ-২৩০৫-এর সভাপিত মোঃ মোস্তফা কামাল, স’মিল শ্রমিক সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি মোঃ আরজান আলী ও হবিগঞ্জ জেলা কমিটির আহবায়ক মোঃ মাহবুব মিয়া। সমাবেশে বক্তব্য রাখেন রিকশা শ্রমিক সংঘ জেলা কমিটির সভাপতি সোহেল আহমেদ, স’মিল শ্রমিক সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল খালেক, কমলগঞ্জ উপজেলা কমিটির যুগ্ম-আহবায়ক মোস্তাক মিয়া, রাজনগর উপজেলা কমিটির নেতা সাদা মিয়া, জুড়ী উপজেলা কমিটির নেতা মোঃ আব্দুল্লাহ, বড়লেখা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক কামাল মিয়া, কুলাউড়া উপজেলা কমিটির নেতা ও জেলা কমিটির যুগ্ম-সম্পাদক দেলওয়ার হোসেন মিলন, মৌলভীবাজার সদর উপজেলা কমিটির আহবায়ক মোঃ ছালিক মিয়া, শ্রীমঙ্গল উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মতিউর রহমান, কামাল হোসেন, মোশারফ হোসেন, কাজল মিয়া প্রমূখ।

    সমাবেশ শুরুর আগে বিভিন্ন দাবি সম্বলিত প্ল্যাকার্ড ও লাল পতাকা হাতে নিয়ে একটি বর্ণাঢ্য র‌্যালী শহর প্রদক্ষিণ করে।সমাবেশে বক্তারা বলেন গত ২৯ এপ্রিল’২০১৪ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স’মিল শিল্প সেক্টরের শ্রমিকদের জন্য নি¤œতম মজুরির সুপারিশ করে খসড়া গেজেট প্রকাশ করেন। খসড়া গেজেটে সুপারিশকৃত মজুরি শ্রমিকদের দাবির সাথে সঙ্গতিপূর্ণ না হওয়ায় নি¤œতম মজুরি বোর্ডের শ্রমিক পক্ষের স্থায়ী সদস্য ফজলুল হক মন্টু ও সংশ্লিষ্ট শিল্পের শ্রমিক পক্ষের সদস্য আলী আকবর হাওলাদার স্বাক্ষর প্রদানে বিরত থাকেন। ইতিমধ্যে প্রায় দেড় হাজার শ্রমিকের স্বাক্ষরিত প্রস্তাব মজুরি বোর্ডের চেয়ারম্যানের নিকট পেশ করা হয়েছে। বক্তারা অবিলম্বে মজুরি বোর্ডের মাধ্যমে বর্তমান বাজারদরের সাথে সঙ্গতিপূর্ণ ন্যায্য মজুরি ঘোষণা করে গেজেট প্রকাশ করার জোর দাবি জনান।