৩০সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি

    0
    206

    আমারসিলেট24ডটকম,০৭ডিসেম্বরঃ আসন্ন ২০১৫ সালের বিশ্বকাপ ক্রিকেটকে সামনে রেখে ৩০ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রাথমিক দল সর্ম্পকে প্রধান নির্বাচক ফারুক আহমেদ বলেন, আমি বিশ্বাস করি সেরা ৩০ সদস্যকেই বেছে নেয়া হয়েছে। প্রত্যকটি পজিশনের জন্য ব্যাক আপ খেলোয়াড় রয়েছে। কারণ এটি ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় টুর্নামেন্ট। তাই ভারসাম্য রেখেই দল ঘোষণা করা হয়েছে।

    অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের যৌথ আয়োজনে আগামী বছরের ১৪ ফেব্রুয়ারি থেকে ২৯ মার্চ পর্যন্ত চলবে বিশ্বকাপের ১১তম আসর। আসন্ন বিশ্বকাপে এ গ্রুপে রয়েছে বাংলাদেশ দল। এ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান, অস্ট্রেলিয়া, শ্রীলংকা, স্কটল্যান্ড, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়ার ক্যানবেরায় আগামী ১৮ ফেব্রুয়ারি আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ।

    প্রাথমিক স্কোয়াড
    ১, মুশফিকুর রহিম ২. মাহমুদুল্লাহ রিয়াদ ৩. তামিম ইকবাল ৪. মার্শাল আইয়ুব ৫. এনামুল হক বিজয় ৬. সাকিব আল হাসান ৭. নাসির হোসেন ৮. মোহাম্মদ ইলিয়াস ৯. জিয়াউর রহমান ১০. মাশরাফি বিন মর্তুজা ১১. লিটন কুমার দাস ১২. শফিউল ইসলাম ১৩. আব্দুর রাজ্জাক ১৪. ইমরুল কায়েস ১৫. আল-আমিন হোসেন ১৬. মোমিনুল হক ১৭. শামসুর রহমান ১৮. মুক্তার আলি ১৯. রুবেল হোসেন ২০. সাব্বির রহমান ২১. তাসকিন আহমেদ ২২. আবুল হাসান রাজু ২৩. আরাফাত সানি ২৪. মোহাম্মদ মিথুন ২৫. সৌম্য সরকার ২৬. তাইজুল ইসলাম ২৭. শুভাগত হোম ২৮. নাইম ইসলাম ২৯. জুবায়ের হোসেন ও ৩০. মোহাম্মদ শহীদ।