চুনারুঘাটের একটি গ্রামে আপগ্রেড পল্লী সমাজ ঘোষণায় সভা

    0
    227

    আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম,০৫অক্টোবর,চুনারুঘাট থেকেঃহবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় ৩নং দেওরগাছ ইউনিয়নের ৩নং ওয়ার্ড ইনাতাবাদ গ্রামে পল্লী সমাজের সকল সদস্যদের নিয়ে আপগ্রেড পল্লী সমাজ ঘোষণার বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

    সরেজমিনে গিয়ে জানা যায়, গতকাল ৪ অক্টোবর মঙ্গলবার সকাল ১১ঘটিকায় হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ৩নং দেওরগাছ ইউনিয়নের ৩নং ওয়ার্ড ইনাতাবাদ গ্রামে পল্লী সমাজের সদস্য মোঃ মাখন মিয়ার নিজ বসত বাড়ীতে চুনারুঘাট ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির সহযোগীতায় ও ২২নং পল্লী সমাজের আয়োজনে শতাধিক অসহায় গরীব প্রতিবন্ধী শিশু, দরিদ্র নারী পুরুষ ও পল্লী সমাজের সকল সদস্যসহ এলাকার ছোট বড় সকলেই আপগ্রেড পল্লী সমাজ ঘোষনার বিশেষ সভায় অংশ গ্রহণ করে।

    আপগ্রেড পল্লী সমাজ ঘোষণার বিশেষ সভাকে সফল করার জন্য দিন রাত পরিশ্রম করায় পল্লী সমাজের সভা প্রধানসহ সকল সদস্যবৃন্দকে এলাকাবাসীকে ধন্যবাদ জানায় এবং এ ধরণের সভা যাতে প্রতি মাসে অনুষ্ঠিত হয় এ ব্যাপারে আগত অতিথিদের কাছে তুলে ধরা হয়। আপগ্রেড পল্লী সমাজ ঘোষণার বিশেষ সভায় সভাপতিত্ব করেন, ইনাতাবদ ২২নং পল্লী সমাজের সভা প্রধান রাবিয়া বেগম ও যৌথভাবে সভা পরিচালনা করেন, হবিগঞ্জ জেলা সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির সিনিয়র জেলা ব্যবস্থাপক হারুন অর রশীদ ও হবিগঞ্জ জেলা সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির এসএস (এসএলজি) ও নেটওয়ার্কিং) গৌতম কুমার চক্রবর্তী।

    এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলার নারী উন্নয়ন ফোরামের সভাপতি কাজী সাফিয়া আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবি ও চুনারুঘাট ধামালী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সভাপতি এডভোকেট মোস্তাক আহমেদ, চুনারুঘাট ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির অফিসার অল্লিকা দাস, দৈনিক বিজয়ের প্রতিধ্বনি পত্রিকার চুনারুঘাট প্রতিনিধি সাংবাদিক মোহাম্মদ আকরামুল ইসলাম, প্যাবেল ট্রেইনার বিউটি আক্তার, ইনাতাবাদ ২২নং পল্লী সমাজের সেক্রেটারী রেজিয়া খাতুন, ক্যাশিয়ার রহিমা বেগম, বিশিষ্ট মুরুব্বী আলী হায়দার, সদস্য আব্দুর রহিম, ফাতেমা আক্তার, রহুল আলম, মোঃ মাখন মিয়া, শেখ মোছাঃ বদরুন্নাহার শিফা, মেঘ, আকরাম, ফয়ছল, রেদুয়ান, শিমুল, মেহেদী হাসান, মোঃ আলী হোসেন, রায়হানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ, অভিভাবকবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিসহ অনেকেই উপস্থিত ছিলেন।

    আপগ্রেড পল্লী সমাজ ঘোষণার বিশেষ সভায় বক্তারা বলেন, বর্তমান সরকার যেভাবে নারীর ক্ষমতায়ন নিয়ে বিশ্বের কাছে তুলে ধরেছেন তা একটি রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছে। নারীদের সর্বক্ষেত্রে অগ্রাধিকার দেয়া হয়েছে। নারীরা কিন্তু এখন পিছিয়ে নেই। নারীদের শিক্ষার প্রসার ঘটিয়েছে। নারীরা আজ বিশ্বের বিভিন্ন দেশে নেতৃত্ব দিচ্ছে। সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে পল্লী সমাজের সকল সদস্যের ছেলেমেয়েরা অংশগ্রহণ করে।