জহিরুল ইসলাম,নিজস্ব প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলার জুড়ীতে ১১ নভেম্বর বৃহস্পতিবার ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ টির মধ্যে ১টি আ’লীগ ও ৪টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। তারা হলেন- জায়ফরনগর ইউনিয়নে-স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান মাসুম রেজা (ঘোড়া), পশ্চিমজুড়ী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আনফর আলী (ঘোড়া),পূর্বজুড়ী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী ওবায়দুল ইসলাম রুহেল (ঘোড়া), গোয়ালবাড়ি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আব্দুল কাইয়ুম (ঘোড়া)। ৫. সাগরনাল ইউনিয়নে-আওয়ামীলীগ প্রার্থী আব্দুল নূর (নৌকা) প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন।

এদিকে জুড়ী উপজেলার গোয়ালবাড়ি ইউনিয়নের শিলুয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর সমর্থকরা অবৈধভাবে সিল মারাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। বৃহস্পতিবার ১১ নভেম্বর দুপুরে এ ঘটনাটি ঘটে।

জানা যায়, মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার গোয়ালবাড়ি ইউনিয়নের শিলুয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শাহাব উদ্দিন আহমেদ লেমনের সমর্থকরা কেন্দ্র দখল করে অবৈধভাবে ৩৫০ টি ব্যালট পেপারে ভোট মারে তা প্রতিহত করার জন্য বিএনপির স্বতন্ত্র প্রার্থী আব্দুল কাইয়ুম সমর্থকরা আওয়ামী লীগের মনোনীত সমার্থক কর্মীদের উপর হামলা করে।

এতে বিএনপির স্বতন্ত্র প্রার্থী আব্দুল কাইয়ুমের সমর্থক ২ জন আহত হয়। ভোটকেন্দ্রে ১৫ মিনিট ভোট গ্রহণ বন্ধ ছিল।