জৈন্তাপুর পুলিশের পৃথক অভিযানে মদ- চিনিসহ ১টি ট্রাক ও ২জন আটক

0
144
জৈন্তাপুর পুলিশের পৃথক অভিযানে মদ- চিনিসহ ১টি ট্রাক ও ২জন আটক

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে ৩২ বোতল ভারতীয় মদ, ১০৫ বস্তা চিনি, ১টি ড্রাম ট্রাক সহ ২জন গ্রেফতার করা হয় ৷

পুলিশ সূত্র জানায়, ১৪ মার্চ বৃহস্পতিবার দিবাগত রাত ১২টায় জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলামের নির্দেশনায় উপ-পুলিশ পরিদর্শক (এসআই) শাহ মো. মুহিবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিত্বে সিলেট তামাবিল মহাসড়কের জৈন্তাপুর বাস ষ্টেশনে অভিযান পরিচালনা করে ৩২ বোতল ভারতীয় মদ সহ ১জনকে আটক করেন ৷ আটককৃত ব্যক্তি গোয়াইনঘাট উপজেলার নলজুরী গ্রামের রশিদ মিয়ার ছেলে নাজিম উদ্দিন (২৫) ৷

অপরদিকে ১৫ মার্চ শুক্রবার ভোর ৫টায় জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলামের নির্দেশনায় উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আশরাফুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে সিলেট তামাবিল মহাসড়কের রনিফৌদ এলাকায় চোরাচালান ও মাদক বিরোধী অভিযান পরিচালনা করে অবৈধ পন্থায় ভারতীয় ১০৫ বস্তা চিনি বহন করে নিয়ে যাওয়ার প্রাক্কালে সিলেট-তামাবিল মহাসড়কের রনিফৌদ এলাকায় চোকপোষ্ট বসিয়ে (সিলেট-মোট্রা-ল- ১১-০২১৩) হাইড্রেলিক ট্রাক সহ ১জনকে আটক করেন৷ আটককৃত ব্যক্তি জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের তেলিজুরী গ্রামের ওসমান আলীর ছেলে জাহাঙ্গীর আলম (২৫) ৷

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, চোরাচালন ও মাদক বিরোধী পৃথক পৃথক ভাবে দুটি অভিযান পরিচালনা করে ১জন মাদক ব্যবসায়ীসহ ৩২ বোতল মদ, ১টি হাইড্রোলিক ট্রাক বোঝাই ১০৫ বস্তা ভারতীয় চিনিসহ ১জনকে আটক করি ৷ তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় পৃথক মামলা গ্রহন করা হয়েছে ৷ আটককৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে ৷