দেশজুড়ে ঈদুল আযহা উদযাপিত হচ্ছে:বৈরী আবহাওয়ায় নড়াইলে মসজিদে প্রথম জামাত

0
180

সুজয় কুমার বকসী,নড়াইল প্রতিনিধি: বৈরী আবাহাওয়ার কারণে নড়াইলে মুসলিম ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মিয় উৎসব ঈদ-উল-আযহার প্রধান ঈদ জামায়াত নড়াইল কেন্দ্রীয় জামে মসজিদে সকাল ৭ টায় অনুষ্ঠিত হয়েছে।
এ সময় দেশ জাতির কল্যান কামনা করে মোনাজাত করা হয়। প্রধান ঈদ জামায়াতে ইমামতি করেন নড়াইল কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা ওয়াকিউজ্জামান।
জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ জুবায়ের হোসেন চৌধুরী , সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ, সাংবাদিক,মুক্তিযোদ্ধা,আইনজীবি সহ সর্বস্তরের মুসল্লিরা ঈদ জামায়াতে শরিক হন।
কালিয়া বেন্দারচর ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন নড়াইল-১ এর সংসদ সদস্য কবিরুল হক মুক্তি। কালিয়ার নড়াগাতির বাগুডাঙ্গা মসজিদে নামাজ আদায় করেন কেন্দ্রীয় যুবলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী সরোয়ার হোসেন।
এছাড়া সদর থানা জামে মসজিদে ৭ টা ১৫ মিনিটে, রুপগঞ্জ জামে মসজিদ সকাল ৮ টায় নড়াইল জমিদারবাড়ী ঈদ গাহ সকাল সাড়ে ৭ টায়,শাহাবাদ মাজেদিয়া মহিলা মাদ্রাসা ঈদগাহ সকাল সাড়ে ৭ টায়, ,পুলিশ ফাঁড়ি জামে মসজিদে প্রথম জামাত সাড়ে ৭ টা ১৫ মিনিটে ও ২য় জামাত সকাল ৮ টায়, সকাল সাড়ে ৭ টায় পুরাতন বাস টার্মিনাল জামে মসজিদ এবং আলাদাতপুর জামে মসজিদে সকাল ৮ টায় এ ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া বিভিন্ন মসজিদে মসজিদ কমিটির নির্ধারিত সময়ে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়।