ভারতে উল্টো রথে বিদ্যুৎপৃষ্ঠে নিহত ৭ আহত ১৫:ইসকনের বিরুদ্ধে সমালোচনার ঝড়

0
266

আমার সিলেট আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট: ভারতের ত্রিপুরা রাজ্যের উনকোটি জেলার কোমারঘাটে ইসকন কর্তৃক আয়োজিত উল্টো রথে আগুন লেগে মৃত্যু হল ৭ হিন্দু ধর্মীয় পুণ্যার্থীর। এই ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।
উনকোটি জেলার কুমারঘাটে আজ বুধবার (২৮ জুন) বিকাল ৪টার দিকে উল্টোরথ যাত্রার সময় এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। রথ টানার সময় সেটির চূড়া (লোহার রড)একটি উঁচু বৈদ্যুতিক তারে স্পর্শ করলে রথটিতে আগুন লেগে যায়। সেই ঘটনাতেই ৭ জনের মৃত্যু হয়েছে এবং ১৫ জন আহত হয়েছেন বলে সংবাদ সংস্থা পিটিআইসহ আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ এর সূত্রে জানা যায়।
তবে স্থানীয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো থেকে ২০ জন নিহত ও ৫০ জন আহতের সংবাদ পাওয়া গেছে।

এদিকে পিটিআই সূত্রে খবর, উল্টোরথ যাত্রা উপলক্ষে প্রচুর দর্শনার্থী কুমারঘাটে জড়ো হয়েছিলেন। প্রায় হাজারেরও বেশি মানুষ লোহার তৈরি ওই রথের দড়ি ধরে টানছিলেন। তখনই ১৩৩ কিলোভোল্টের বৈদ্যুতিক তার রথের চূড়া স্পর্শ করলে এই বিপত্তি ঘটে বলে পিটিআই সূত্রে খবর।
এ ধরনের দুর্ঘটনায় ইসকনের বিরুদ্ধে স্থানীয়দের সমালোচনা ও প্রতিবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে। স্থানীয় হিন্দু ধর্মলম্বীদের দাবি যে রথ ২০৬ টি কাঠ দিয়ে বানানোর কথা সেটি কেন তারা লোহার রড দিয়ে তৈরি করেছেন?