শ্রীমঙ্গলে পথচারীদের মধ্যে দ্যা হেল্পিং উইং সংগঠনের ইফতার বিতরণ

0
159

আমিনুর রশীদ রুমান, শ্রীমঙ্গল থেকেঃ মৌলভীবাজের শ্রীমঙ্গলে পথচারীদের মধ্যে চ্যারিটি অর্গানাইজেশন ‘দ্যা হেল্পিং উইং’ সংগঠনের ইফতার বিতরণে আজ নবম দিন ৷

‘দুই টাকার ইফতার’ শিরোনামে শ্রীমঙ্গলে আজ (১ এপ্রিল) ২০২৩ খ্রিঃ ভানুগাছ সড়কের পৌর সুপার মার্কেটের সামনে বিকেল ৫ টায় পবিত্র রমজানের ৯ম দিনে ২০০ পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

সংগঠনটির উদ্যোগে রমজানের প্রথম থেকে শহরের প্রধান প্রধান সড়কে খেটে-খাওয়া অসহায় মানুষের মাঝে ৭ পদের ইফতার বিতরণ কার্যক্রম করে আসছে তারা।

চ্যারিটি অর্গানাইজেশন ‘দ্যা হেল্পিং উইং’ সংগঠনের সেবাকর্মীরা জানান, পবিত্র রমজান মাস উপলক্ষে মাসব্যাপী এই কার্যক্রম চলবে। এসময় সড়ক পথে থাকা রিকশাচালক, অটোরিকশা, ভ্যানগাড়ী ,সি এনজি,মালবাহী ট্রাক ও পথচারী শিশুদের মাঝে ইফতার বিতরন করা হয়।

এই আয়োজন চলমান রাখার জন্য সংগঠনের প্রধান সমন্বয়ক রিমু চৌধুরী বলেন,আমাদের সংগঠনটির স্বেচ্ছাসেবীরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর জন্য। এটাই তাদের লক্ষ্য বলে তিনি সবার সহযোগিতা কামনা করছি।

এসময় উপস্থিত ছিলেন সংবাদ কর্মী আমিনুর রশীদ চৌধুরী রুমন, কো.মডারেটর দ্যা হেল্পিং উইং এর রিমু চৌধুরী, সদস্য, মো.তাসনীম আহমেদ চৌধুরী,রাদিয়ান হোসেন,রকিব আহমেদ,
হৃদয় আহমেদ,অর্ণব, প্রমুক।

সুবিধাবঞ্চিতদের সেবায় সবাইকে এগিয়ে আসার জন্য অনুরোধ জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে৷ সাহায্য করতে চাইলে যোগাযোগ করতে বলা হয়েছে 01790881751 নাম্বারে৷