শ্রীমঙ্গল উপজেলায় ৯টি ইউনিয়নে একযোগে ভোটগ্রহণ শুরু

0
372
শ্রীমঙ্গল উপজেলায় ৯টি ইউনিয়নে একযোগে ভোটগ্রহণ শুরু

নিজস্ব প্রতিনিধিঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ৯ টি ইউনিয়নে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে।অত্যান্ত উৎসাহ উদ্দীপনায় হিমশীতল কোয়াসা মাঝেই ভোট সেন্টারে প্রার্থি সমর্থকদের ভোর থেকেই ভোটারদের অপেক্ষা করতে দেখা গেছে। বিভিন্ন সেন্টারে পুলিশের কর্মকর্তা ও আইন প্রয়োগকারী সংস্থার র‍্যাব,বিজিবির টহল চলমান। পর্যাপ্ত ভোটার উপস্থিতিও চোখে পড়ছে।

শ্রীমঙ্গল উপজেলায় ৯টি ইউনিয়নে একযোগে ভোটগ্রহণ শুরু


নিরাপত্তা ও ভোটারের নিরপেক্ষ ভাবে ভাবনার কারণেই সোমবার (২ জানুয়ারি) মধ্যরাত থেকেই বন্ধ হয়ে গেছে সব ধরনের প্রচার-প্রচারাণা। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণের লক্ষ্যে গড়ে তোলা হয়েছে নিশ্চিদ্র নিরাপত্তা।
আজ সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত এই ভোট গ্রহণ চলবে। ব্যালট বাক্স কেন্দ্র গুলোতে আগের দিন আসলেও ব্যালট পেপার ভোটের দিন ভোরে কেন্দ্রে পৌঁছেছে।

শ্রীমঙ্গল উপজেলায় ৯টি ইউনিয়নে একযোগে ভোটগ্রহণ শুরু

উপজেলার ৯ টি ইউনিয়নে নৌকা প্রতীকে ৯ এবং স্বতন্ত্র চেয়ারময়ান প্রার্থী ৩৫ সহমোট চেয়ারম্যান প্রার্থি ৪৪ জন। সাধারন সদস্য ৩৮৫ জন, সংরক্ষিত মহিলা সদস্য ১২৮ জন লড়ছেন।
মোট কেন্দ্র ১০০ টি, ৯ টি ইউনিয়নের মোট ভোটার ২ লক্ষ ১৪ হাজার ৪৩ এতে নারী ভোটার ১,০৫৮৭৬ এক লক্ষ্য ৫ হাজার আট শত ছিয়াত্তর, পুরুষ ভোটার ১,০৮১৬৭, এক লক্ষ্য আট হাজার এক শত সাতষট্টি ।

১ নং- মির্জাপুর ইউনিয়নের নারী ভোটার ১০,১৯৪ দশ হাজার এক শত চৌরানব্বই জন ও পুরুষ ভোটার ১০,৭৩৪ দশ হাজার সাত শত চৌত্রিশ জন, মোট ভোটার ২০ হাজার নয় শত বত্রিশ, ভোট কেন্দ্রের সংখ্যা ৯টি, এলাকা ২৪ টি।
২ নং- ভূনবী ইউনিয়নে নারী ১২,৯৫৪ বার হাজার নয় শত চুয়ান্ন জন ভোটার ও পুরুষ ১৩ ১৩৫, বার হাজারএক শত চৌত্রিশ জন ভোটার, মোট ভোটার ২৬০৮৯, চাব্বিশ হাজার উন্নব্বই জন।কেন্দ্র সংখ্যা ১০ টি ভোটার এলাকা ১৩ টি।

৩ নং- শ্রীমঙ্গল সদর ইউনিয়নের নারী ভোটার ২০,১৭০, বিশ হাজার একশত সত্তর জন, পুরুষ ভোটার ২০,২৭২ বিশ হাজার দুই শত বাহাত্তর জন। মোট ভোটার ৪০,৪৪২ চল্লিশ চার শত বিয়াল্লিশ ভোট কেন্দ্রের সংখ্যা ১৫ টি, এলাকা ১৮ টি।

৪ নং- সিন্দুর খান ইউনিয়ন নারী ভোটার ১২২০৮ বার হাজার দুই শত আট জন ও পুরুষ ভোটার ১২৮১৮, বার আট শত আঠার, মোট ভোটার ২৫০২৬ পঁচিশ হাজার ছাব্বিশ, কেন্দ্রের সংখ্যা ১২ টি, ভোটার এলাকার সংখ্যা ৫৮ টি।

৫ নং- কালারপুর ইউনিয়ন নারী ভোটার ১৩,২৯৮,তের হাজার দুই শত আঠানব্বই জন , পুরুষ ভোটার ১৩,৬৮৬, তের ছয়শত ছিয়াশি। মোট ভোটার ২৬ হাজার নয় শত চৌরাআশি, ভোট কেন্দ্রের সংখ্যা ১১টি, ভোটার এলাকা ১২ টি।

৬ নং- আশিদ্রোন ইউনিয়ন নারী ভোটার ১৫০৩৪ পনের হাজার চৌত্রিশ জন ও পুরুষ ভোটার ১৫,৫২৮ পনের হাজার পাঁচ শত আটাশ। মোট ভোটার ৩০,৫৬২, ভোট কেন্দ্রের সংখ্যা ১৪ টি ভোটার এলাকা সংখ্যা ৪২ টি।

৭ নং- রাজঘাট ইউনিয়ন নারী ভোটার ৯,৫৪৩ নয় হাজার পাঁচ শত তেতাল্লিশ, ও পুরুষ ভোটার ৯ নয় হাজা চার শত, মোট ভোটার ১৮,৯৪৩ আটার হাজার নয় শত

শ্রীমঙ্গল উপজেলায় ৯টি ইউনিয়নে একযোগে ভোটগ্রহণ শুরু

৮ নং- কালীঘাট ইউনিয়ন নারী ভোটার ৮,০১৬ আট হাজার ষোল, পুরুষ ভোটার ৮,১৮৬ আট হাজার এক শত ছিয়াশি, মোট ভোটার ১৬ হাজার দুই শত দুই, ভোট কেন্দ্র ১০ টি, ভোটার এলাকা ১০ টি।

৯ নং- সাত গাঁও ইউনিয়নে নারী ভোটার ৪,৪৫৯, চার হাজার চার শত উনষাট, ও পুরুষ ভোটার ৪,৪০৮, চার হাজার চার শত আট, মোট ভোটার ৮,৮৬৭ আট হাজার আট শত সাতষষ্টি৷ ভোট কেন্দ্র ৯ টি, ভোটার এলাকা ৯ টি।

শ্রীমঙ্গল নির্বাচন অফিসের সুত্রে জানা যায়, ৯ জন ম্যাজিস্ট্রেটসহ ৮ প্লাটুন র‍্যাব ও বিজিবিসহ পর্যাপ্ত পরিমাণ পুলিশ,আনসার ও স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করবেন।

নির্বাচনের ব্যাপারে এস আই মুখলেসুর রহমানের সাথে কথা হলে তিনি বলেন, নিরপেক্ষ নির্বাচনের সকল ব্যবস্থা বিদ্যমান,পুলিশের উর্ধতন কর্মকর্তারা সজাগ রয়েছে, আমরা আশা করি সফল একটি নির্বাচন দেখতে পারবেন।