সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন মারা গেছেন!

0
138

আমার সিলেট ডেস্ক: দেশি-বিদেশে বহু আলোচিত একজন সহজ সরল মনের মানুষ সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (২৫ অক্টোবর) ভোরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৭২ বছর।

সাবেক এই মন্ত্রীর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন তার ভাগনে ও ডাসার উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক সৈয়দ সাখাওয়াত হোসেন। একসময় আন্তর্জাতিক মহলের কিছু অংশ সহ দেশের একটি মহল পদ্মা সেতু ও বিভিন্ন প্রকল্পে অনিয়মের অভিযোগ এনে মন্ত্রীকে হেনস্তা করার বহু চেষ্টা করা হয়েছে কিন্তু সর্বশেষ তিনি নির্দোষ প্রমাণ করেছেন নিজেকে।

সৈয়দ আবুল হোসেন ১৯৫১ সালে মাদারীপুরে জন্মগ্রহণ করেন। ১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর তিনি সপ্তম, অষ্টম ও নবম সংসদ নির্বাচনে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে ২০০৯ থেকে ২০১২ পর্যন্ত আওয়ামী লীগ সরকারের যোগাযোগমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

00pppp