হবিগঞ্জের ৪টি আসনে ৪০ এমপি প্রার্থীর উৎসব মুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল

0
129

নূরুজ্জামান ফারুকী,বিশেষ প্রতিনিধি: হবিগঞ্জে উৎসব মুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র হিসেবে মোট ৪০ জন প্রার্থী।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাগনের নিকট তারা মনোনয়নপত্র জমা দিয়েছেন। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে উল্লেখযোগ্য হেভিওয়েট প্রার্থী হিসেবে ধরা হচ্ছে এখন পর্যন্ত ৫ জনকে। তারা হচ্ছেন হবিগঞ্জ -১( নবীগঞ্জ-বাহুবল) আসনে অ্যাডভোকেট আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া, হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে আওয়ামী লীগ দলীয় বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আব্দুল মজিদ খান, ও জাতীয় পার্টি নেতা শংকর পাল, হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনে জাতীয় পার্টি নেতা এম এ মুমিন চৌধুরী বুলবুল এবং হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। এসব আসনে আওয়ামী লীগ দলীয় প্রার্থীরা তাদের কারণে অনেকটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অবস্থায় পড়েছেন বলে মনে করেন স্থানীয়রা।

অপরদিকে কংগ্রেস পার্টি, ইসলামী ঐক্যজোট, বিএনএম, জাকের পার্টি, কৃষক শ্রমিক জনতা লীগ ও ইসলামী ফ্রন্টের প্রার্থীরাও বিভিন্ন আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। দুপুরের পর থেকে তারা এসব আসনে মনোনয়নপত্র জমা দেন।
প্রার্থীগণ হচ্ছেন-হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ডা. মুশফিক হুসেন চৌধুরী (আওয়ামীলীগ), মোঃ আব্দুল মুনিম চৌধুরী বাবু (জাতীয় পার্টি, সাবেক এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী (স্বতন্ত্র), সাবেক মন্ত্রী দেয়ান ফরিদ গাজীর পুত্র গাজী মোহাম্মদ সাহেদ (স্বতন্ত্র), এডঃ মোঃ নুরুল হক (কৃষক শ্রমিক জনতালীগ), মোস্তাক আহমেদ ফুরকানী (ইসলামী ঐক্যজোট বাংলাদেশ), ইয়াছমিন আক্তার মুন্নি (জাকের পার্টি), মোঃ মনিরুল ইসলাম চৌধুরী (ইসলামি ফ্রন্ট বাংলাদেশ)।
হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল (আওয়ামীলীগ), মোঃ আব্দুল মজিদ খান এমপি (স্বতন্ত্র), শংকর পাল (জাতীয় পার্টি), খায়রুল আলম তৃণমুল (বিএনপি), মুশতাক আহমেদ (স্বতন্ত্র), এডঃ মনমোহন দেবনাথ (কৃষক শ্রমিক জনতা লীগ), শেখ হিফজুর রহমান (ইসলামী ঐক্যজোট), এস এ এম সোহাগ (বিএনএম), মোহাম্মদ আব্দুল হামিদ (ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ), মোঃ ছাদিকুর মিয়া তালুকদার (তৃণমুল বিএনপি), মোঃ জিয়াউর রশিদ (বাংলাদেশ কংগ্রেস)।
হবিগঞ্জ-৩ (সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনে অ্যাডভোকেট মো. আবু জাহির এমপি (আওয়ামীলীগ), প্রকৌশলী আব্দুল মুমিন চৌধুরী বুলবুল (জাতীয় পার্টি), বদরুল আলম সিদ্দীকী (বিএনএম), মোঃ আদম আলী (বাংলাদেশ তরিকত ফেডারেশন), মোঃ আব্দুল কাদির (ন্যাশনাল পিপলস পার্টি), আশরাফ উদ্দিন আহমেদ (স্বতন্ত্র), মোঃ আনছারুল হক (জাকের পার্টি), মোঃ আব্দুল ওয়াহেদ (ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ), মোঃ নোমান হাছান (বাংলাদেশ কংগ্রেস), মোছা সায়েমা বেগম (বাংলাদেশ জাতীয় কংগ্রেস), শাহীনুর রহমান (মুক্তিজোট)।
হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে অ্যাডভোকেট মো. মাহবুব আলী (আওয়ামী লীগ), আহাদ উদ্দিন চৌধুরী (জাতীয় পার্টি), ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন (স্বতন্ত্র), চুনারুঘাট প্রেসক্লাব সভাপতি জামাল হোসেন লিটন (স্বতন্ত্র), মোঃ আল আমিন (বাংলাদেশ কংগ্রেস), আবু ছালেহ (ইসলামী ঐক্যজোট বাংলাদেশ), মোঃ মোখলেছুর রহমান (বিএনএম), সৈয়দ আবুল খায়ের (জাকের পার্টি), মোঃ আব্দুল মমিন (ইসলামি ফ্রন্ট বাংলাদেশ), রাশেদুল ইসলাম খোকন (বাংলাদেশ সাংস্কৃতিক ঐক্যজোট)।

জেলা প্রশাসক দেবী চন্দ জানান, উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি বলেন, আমরা সর্বদাই সচেতন রয়েছি যাতে কোনভাবেই আচরণবিধি লঙ্ঘন না হয়। আর যারা নির্বাচনে অংশ নেবেন তারাও আচরণবিধির বিষয়ে যথেষ্ট সচেতন রয়েছেন। এখন পর্যন্ত আমরা অত্যন্ত সুন্দর পরিবেশে মনোনয়নপত্র জমা নিয়েছি।
জেলা আওয়ামী লীগ সভাপতি ও হবিগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী অ্যাডভোকেট মো. আবু জাহির বলেন, বাংলাদেশের বিরুদ্ধে অনেক আন্তর্জাতিক চক্রান্ত, ষড়যন্ত্র আছে। এসব ষড়যন্ত্রকে মোকাবেলা করে ৭১ সালে আমরা যেভাবে এ দেশ স্বাধীন করেছি, একইভাবে আগামী ৭ জানুয়ারী জনগনের ম্যান্ডেট নিয়ে আমরা এসব ষড়যন্ত্র প্রতিহত করবো।

তিনি আরো বলেন, আগামী নির্বাচনে হবিগঞ্জের ৪টি আসনই নৌকার প্রার্থীদের জয়ী করে আমরা প্রধানমন্ত্রীকে উপহার দেব।